কীভাবে শিখবেন ভিডিও এডিটিং?


লেখক -
মোঃ নাজমুল হাসান সোহান
প্রফেশনাল ভিডিও এডিটর
NBICT.ORG


ভিডিও এডিটিং হল সেই প্রক্রিয়া যেখানে একজন এডিটর অনেকগুলো ছোট ছোট ভিডিও ফুটেজকে পছন্দশীল ভাবে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলেন।

যে কাজগুলো করার নির্দেশনা ভিডিও এডিটিং এ থাকে সেগুলি হলঃ

1. Correction,
2. Organization,
3. Modifications, and
4. Accuracy 

ভিডিও এডিটিং হচ্ছে একটি পোস্ট প্রোডাকশন কাজ। যেখানে ভিডিওর টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্ট সহ সব ধরণের কাজ করা হয়।

বিভিন্ন ভিডিও ফুটেজকে সুবিন্যাস এবং সুনিপুণ করে উপস্থাপণ করাই হল ভিডিও এডিটিং এর উদ্দেশ্য। চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, বিভিন্ন বিজ্ঞাপণ নিমার্ণের সীমাবদ্ধতা ছাড়িয়ে ব্যক্তিজীবনের প্রতিটা অংশে এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভিডিও এডিটিং অপরিহার্য হয়ে পড়েছে।

কেন ভিডিও এডিটিং প্রয়োজন?



যে কারণগুলোর জন্য আমাদের ভিডিও এডিটিং করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেগুলো হলঃ

১) অপ্রয়োজনীয় ফুটেজ বাদ দেয়া :

ভিডিও এডিটিং এর একটি অপরিহার্য কাজ হচ্ছে ভিডিও ফুটেজের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেয়া। ভিডিওতে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এডিটিং এর সাহায্যে খুব সহজেই কাজটি আরও সহজ ও সুন্দর করা সম্ভব।

২) ভাল ফুটেজগুলোকে আলাদা করা :

ভিডিও শুট করার পর ভাল এবং প্রয়োজনীয় ফুটেজগুলোকে আলাদা করে রাখতে ভিডিও এডিটিং এর কাজ করতে হয়। তার জন্য গল্পের সাথে মিলিয়ে ফুটেজগুলোকে প্রয়োজন অনুসারে এডিটিং এর জন্য সাজিয়ে রাখা যায়।

৩) ভিডিওতে গ্রাফিক্স ও মিউজিক যোগ করা :

ভিডিও এডিটিং এর এই অংশটি ভিডিওতে একটি ভিন্ন মাত্রা যোগ করে। গ্রাফিক্স ও মিউজিক যোগ করে ভিডিওকে আরও বেশি আকর্ষনীয় করে তোলা যায় । যার ফলে দর্শক আকৃষ্ট হয়।

৪) ভিডিওতে ভিজুয়্যাল ইফেক্ট ও সাউন্ড ইফেক্ট যোগ করা:

ভিডিও ফুটেজের সঙ্গে মিল রেখে  সাউন্ড ইফেক্ট এবং বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট ব্যাবহার করে ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত এবং আকর্ষনীয় করে তোলা সম্ভব।

৫) ভিডিও দ্বারা একটি নির্দিষ্ট ঘটনা বোঝানো :

কোন ধরনের ধারাভাষ্য বা লেখা ছাড়াই ভিডিও ব্যবহার করে দক্ষতার সাহায্যে কোন ঘটনা দর্শককে পরিপূর্ণভাবে বোঝানো যায়। বিশেষ করে যারা শব্দ শুনতে পারে না তাঁদের জন্য এটি অনেক কার্যকরী।

৬) অন্যান্যঃ

১। ভালো ভিডিও এডিটিং বিষয়বস্তুকে শিল্পগুণসম্পন্ন করে উপস্থাপন করে।
২। দর্শককে বিরক্তির হাত থেকে বাচানো যায়।
৩। বক্তব্য বা মতামতকে সূচারু এবং নান্দনিকভাবে উপস্থাপন করা যায়।
৪। ভিডিও এডিটিং এর কাজ করে টাকা আয় করার মাধ্যমে পরিবারকে সাপোর্ট দিতে পারবেন। যা একটি অসচ্ছল পরিবারের দুঃখের দিন ফুরিয়ে সবার মুখে সুখের হাসি এনে দিতে পারে।

কিভাবে শিখবেন ভিডিও এডিটিং?



ভিডিও এডিটিং শেখার জন্য যা আবশ্যক তা হলোঃ

১। কাজকে ভালবেসে কাজের সাথে লেগে থাকতে হবে।
২। ধৈর্য্যশীলতা বজায় রাখতে হবে।
৩। মনোযোগী হতে হবে।
৪। সর্বোপরি সৃজনশীল চিন্তাধারা থাকতে হবে।

ভিডিও এডিটিং শেখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি

ভিডিও এডিটিং শেখার জন্য অনেক জনপ্রিয় সফটওয়্যার রয়েছে। যেকোন একটা দিয়েই শেখা যাবে। তবে যে বিষয়গুলো ভাবতে হবে তা হলোঃ

উচ্চমানের ভিডিও এডিটিং এর জন্য বিশেষ হার্ডওয়্যার প্রয়োজন। Adobe Premiere Pro সফটওয়্যারটি ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এটা খুব সহজেই পাওয়া যায় এবং ব্যবহার করা যায়। এছাড়াও আপনি Filmora Video Editor কিংবা Corel VideoStudio ব্যবহার করতে পারেন। নিজের ভালো কনফিগারেশনের কম্পিউটার থাকলে দ্রুত ভিডিও এডিটিং শেখার রাস্তা পরিষ্কার । তাছাড়া ইন্টারনেটের সাথে কানেক্ট থাকা দরকার। বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিলে বা টিউটোরিয়াল দেখলে তা ভিডিও এডিটিং শেখার জন্য অনেক বড় সহায়ক হবে।

এডোবি প্রিমিয়ার প্রো সি সি ২০১৫ ইন্টারফেস


ভিডিও এডিটিং শেখার জন্য নিচে ৫ টি সেরা অনলাইন সোর্স এর তালিকা দেওয়া হলো যা থেকে উপকৃত হতে পারেনঃ 


TOP 5 WEBSITES:

1. Filmora Video Editor

যারা একদম নতুন কিংবা যাদের আরো বিশতভাবে জানার আগ্রহ আছে তাদের জন্য Filmora একটি উপযুক্ত YouTube Channel। এই চ্যানেলটির মাধ্যমে অতি সহজেই ভিডিও এডিটিং শেখা যায়।

ভিডিও এডিটিং টিপস, ক্যামেরা ট্রিকস, DSLR Filmmaking Technique নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল এই Filmora YouTube Channel এ পাওয়া যায়। ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়। এখানে সাধারণত সপ্তাহে ২ টি করে টিউটোরিয়াল পোষ্ট হয়।

2. tutvid.com | Video Editing

ভিডিও এডিটিং শেখার জন্য tutvid.com/video-editing এটি একটি সহায়ক মাধ্যম। এখানে বিভিন্ন টিউটোরিয়ালের সাহায্য নিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং শেখা যাবে। এখানে সপ্তাহে ১ টি করে টিউটোরিয়াল শেয়ার করা হয়।

3. VideoEditingSage.com

ভিডিও নিমার্ণের জন্য খুব সহজ এবং বোধগম্য দিকনির্দেশনা VideoEditingSage.com ব্লগে পাওয়া যায়। এই ব্লগের সাহায্য নিয়ে একাই ভিডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন যে কেউ। প্রতি সপ্তাহে শেয়ারকৃত টিউটোরিয়ালের সাহায্যে বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।

4. Corel VideoStudio | Youtube

Corel videoStudio দ্রুত এবং সহজে ভিডিও তৈরী করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি অফার করে। উন্নতমানের ভিডিও তৈরি করতে নানাবিধ সমস্যার আদর্শ সমাধান এখানে পাওয়া যায়। এখানে প্রতি মাসে ৩ টি করে ভিডিও শেয়ার করা হয়।

5. Film Editing Pro

Film Editing Pro একটি অনলাইন রিসোর্স যেখানে ভিডিও এডিটিং এর প্রত্যেকটা ধাপ বিস্তারিত আলোচনা করা আছে। প্রতি পোষ্টে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে।

এছাড়া অনেক Website কিংবা Blog রয়েছে যার সাহায্য নিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং শেখা যেতে পারে। এখন ভিডিও এডিটিং এর উপর অনেক YouTube Channel রয়েছে যা আমাদের সহায়ক হতে পারে। কিছু website ও  Blogs উল্লেখ করা হলঃ

১। Cinecom.net

২। Orange83

৩। RocketStock | Video Editing

৪। Envato Tuts | Video Editing Tutorials

৫। Premiere Gal

৬। Philip Bloom

৭। Reddit | Video Editing Tutorials

তাছাড়া যেকোন সমস্যার জন্য আমদের টিম এর সাহায্য নিতে পারেন। আমাদের প্রফেশনাল ট্রেইনারদের মাধ্যমে NBICT.ORG থেকে সরাসরি প্রশিক্ষণও নিতে পারেন আপনি। বর্তমানে এই প্রশিক্ষণ কোর্সটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু আছে। আপনি এই প্রতিষ্ঠানের একজন মেম্বার হলে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

10minute School সহ বিভিন্ন YouTube Channel রয়েছে যেখান থেকে খুব সহজেই বাংলা টিউটোরিয়ালের সাহায্যে ভিডিও এডিটিং শিখতে পারবেন।

বোনাসঃ

ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে আমাদের প্রায়ই কপিরাইট ফ্রি মিউজিক, ফুটেজ ও বিভিন্ন ধরনের শব্দের প্রয়োজন হয়। এখানে আমরা কতগুলো ওয়েবসাইটের তালিকা দিলাম যেখান থেকে আপনি এগুলো বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

১। https://www.bensound.com/
২। https://soundcloud.com/
৩। https://freesound.org/
৪। https://www.videvo.net/
৫। https://videos.pexels.com/
৬। https://pixabay.com/
৭। http://www.orangefreesounds.com/



Share:

1 comment:

Why NBICT LAB?

We work on -
1. Data Science & Machine Learning;
2. Microsoft Office Applications;
3. 3D Computer Graphics & Animation;
4. Graphic Design & Multimedia;
5. Website Design & Development;
6. Research & Data Analysis;
7. Training.

Contact Us

Name

Email *

Message *

Our News