কম্পিউটারের ভাল পারফরম্যান্সের জন্য যে নিয়মগুলো মেনে চলা জরুরি

কম্পিউটারের ভাল পারফরম্যান্সের জন্য নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলুনঃ

১। কম্পিউটারের হার্ডডিস্ক ক্লিন রাখুন। ক্লিন রাখার জন্য আপনি CCleaner সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। কম্পিউটার ব্যবহার শেষে শাট ডাউন এর পূর্বে CCleaner চালিয়ে নিন।

২। সপ্তাহে অন্তত একবার Disk Defragment and Optimization এর কাজ করুন।

৩। এন্টিভাইরাস আপডেট রাখুন। ফ্রি অ্যাভাস্ট ব্যবহার করতে পারেন। একাধিক এন্টিভাইরাস ইন্সটল থেকে বিরত থাকুন। পেনড্রাইভে ম্যালওয়্যার থাকলে এন্টিভাইরাস দিয়ে তা স্ক্যান করে নিন। দশ দিনে অন্তত একবার এন্টিভাইরাস দিয়ে কম্পিউটার ফুল স্ক্যান করে নিন।

৪। এক সঙ্গে তিনের অধিক অ্যাপ্লিকেশন না চালানোর চেষ্টা করবেন। কম্পিউটার সবসময় ম্যানুয়ালি শাট ডাউন করুন।

৫। ডেস্কটপে অতিরিক্ত ফাইল বা ফোল্ডার রাখবেন না।

৬। উন্ডোজকে নিয়মিত হালনাগাদ রাখুন।

৮। উইন্ডোজকে অ্যাক্টিভেটেড রাখুন। অ্যাক্টিভেট করার জন্য KMSPico আমাদের কাছ থেকে সংগ্রহ করে ব্যবহার করুন।

৯। অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ্লিকেশন Disable করে দিন।

১০। উইন্ডোজের লাইভ টাইলগুলো অফ্‌ করে দিন। অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন/সফটওয়্যার আনইন্সটল করে দিন।

১১। গ্রাফিক্স ড্রাইভার সহ প্রয়োজনীয় ড্রাইভারগুলো ইন্সটল রাখুন।

১২। পিসিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল থেকে বিরত থাকুন।

Share:

Why NBICT LAB?

We work on -
1. Data Science & Machine Learning;
2. Microsoft Office Applications;
3. 3D Computer Graphics & Animation;
4. Graphic Design & Multimedia;
5. Website Design & Development;
6. Research & Data Analysis;
7. Training.

Contact Us

Name

Email *

Message *

Our News