Windows cannot be installed on a GPT partition style - বার্তাটি পেলে যা করবেন


উইন্ডোজ ইন্সটল করার সময় নিচের ছবির মতো বার্তা পেলে নিচের নিয়মগুলো অনুসরণ করুনঃ


১। "Windows cannot be installed to this disk. The selected disk is of the GPT partition style." এরকম বার্তা আসলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন। বলে নিচ্চি এই পদক্ষেপ অনুসরণ করলে আপনার কম্পিউটারে কোন ফাইল কিন্তু থাকবে না।
২। "The selected disk is of the GPT partition style." বার্তাটি যখন দেখাবে তখন Shift+F10 কী চাপুন।
৩। একটি কমান্ড প্রম্‌ট আসবে। এখানে diskpart কথাটি লিখে এন্টার চাপুন।
৪। তারপর list disk কথাটি লিখে দিয়ে এন্টার দিন। ডিস্কগুলোর লিস্ট দেখাবে।
৫। select disk # কথাটি লিখে দিয়ে এন্টার দিন। '#' চিহ্নটিকে ডিস্ক নাম্বার দিয়ে প্রতিস্থাপন করুন।
৬। clean কথাটি লিখে দিন এবং এন্টার দিন। এই সময়ে আপনার কম্পিউটারের সমস্ত ফাইল হারিয়ে যাবে।
৭। "DiskPart succeeded in cleaning the disk" বার্তা আসলে convert mbr কথাটি লিখে দিয়ে এন্টার দিন।
৮। "DiskPart successfully converted selected disk to MBR format" বার্তাটি আসলে উইন্ডোটি ক্লোজ করে দিন।
৯। "The selected disk is of the GPT partition style." বার্তাটি ক্লোজ করে দিন।
১০। Windows Setup উইন্ডোটি Refresh করুন।
১১। এবার আপনার হার্ডডিস্কের Partition গুলো তৈরি করে নিন।
Share:

Why NBICT LAB?

We work on -
1. Data Science & Machine Learning;
2. Microsoft Office Applications;
3. 3D Computer Graphics & Animation;
4. Graphic Design & Multimedia;
5. Website Design & Development;
6. Research & Data Analysis;
7. Training.

Contact Us

Name

Email *

Message *

Our News